Advertisement
Doctor TV

বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫


করোনায় ইউরোপে আরও ৫ লাখ মানুষের মৃত্যুর শঙ্কা

Main Image

সম্প্রতি ইউরোপের ৫৩টি দেশে সংক্রমণ যে গতিতে বাড়তে শুরু করেছে, তা না কমলে ফের বিপর্যয় অবশ্যম্ভাবী।


আগামী ফেব্রুয়ারি নাগাদ করোনাভাইরাসের (কোভিড-১৯) ইউরোপে আরও কমপক্ষে পাঁচ লাখ মানুষের মৃত্যু হতে পারে।

বৃহস্পতিবার এমনই আশঙ্কার কথা জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

ডব্লিউএইচও’র ইউরোপ শাখার আঞ্চলিক পরিচালক হান্স ক্লুগ বলেন, ‘ইউরোপের পরিস্থিতি অত্যন্ত উদ্বেগের। সংক্রমণের সাম্প্রতিক গতি পর্যবেক্ষণের পর আমাদের আশঙ্কা- আগামী বছরের শুরুতেই মৃত্যুর সংখ্যা আরও অর্ধ মিলিয়ন (৫ লাখ) বেড়ে যেতে পারে।’

প্রসঙ্গত, ডব্লিউএইচও’র ইউরোপ শাখার আওতাধীন ৫৩টি দেশ। দেশগুলোর মধ্যে ইউরোপীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত নয় রাশিয়া এবং তুরস্ক।

হান্স বলেন, সম্প্রতি ইউরোপের ৫৩টি দেশে সংক্রমণ যে গতিতে বাড়তে শুরু করেছে, তা না কমলে ফের বিপর্যয় অবশ্যম্ভাবী।

এই পরিস্থিতিতে টিকাদান কেমন চলছে, কী পর্যায়ে রয়েছে, এসব না ভেবে সংক্রামক রোগের ক্ষেত্রে যা যা করা উচিত, সেই অনুযায়ী করোনা স্বাস্থ্যবিধি তৈরির পরামর্শ দিয়েছে বৈশ্বিক সংস্থাটির।

ডব্লিউএইচও’র ইউরোপ শাখার আওতাধীন দেশগুলোর মধ্যে বর্তশানে সবেচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হচ্ছে রাশিয়ায়। এর পরেই রয়েছে যুক্তরাজ্য ও তুরস্কের অবস্থান।

আরও পড়ুন