Advertisement
Doctor TV

বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫


ভুয়া চিকিৎসকের ২ মাসের দণ্ড, হাসপাতালকে লাখ টাকা জরিমানা

Main Image

ভুয়া চিকিৎসকের ২ মাসের দণ্ড, হাসপাতালকে লাখ টাকা জরিমানা


সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় একটি বেসরকারি হাসপাতালের এক ভুয়া চিকিৎসককে ২ মাসের কারাদণ্ড দিয়েছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। পাশাপাশি হাসপাতালকে এক লাখ টাকা জরিমানা করেছে।

সোমবার সকালে র্যাব ১২ এর পুলিশ সুপার ও মিডিয়া অফিসার মো. মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। উপজেলা নির্বাহী অফিসার দেওয়ান মওদুদ আহম্মেদ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।

দণ্ডিত খাইরুল ইসলাম (২৯) উপজেলার কয়ড়া চরপাড়ার আব্দুস সাত্তারের ছেলে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার (৩১ অক্টোবর) রাতে উল্লাপাড়া উপজেলার শ্যামলীপাড়া বাসস্ট্যান্ডের কাছে অবস্থিত ‘কেয়া হস্পিটাল অ্যান্ড কনসালটেশন সেন্টারে’ অভিযান চালিয়ে খাইরুলকে হাতেনাতে আটক করা হয়।

তিনি চিকিৎসক না হয়েও চিকিৎসক পরিচয় দিয়ে রোগীদের সঙ্গে প্রতারণা করে আসছিলেন বলে জানান মোস্তাফিজুর রহমান।

র‌্যাবের এ কর্মকর্তা বলেন, খায়রুলকে আটকের পর ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে দু মাসের কারাদণ্ড এবং ভূয়া চিকিৎসক দিয়ে ক্লিনিক পরিচালনা করার অপরাধে ক্লিনিক মালিক শাহাদত হোসেন মাহবুবের কাছ থেকে এক লাখ টাকা জরিমানা আদায় করা হয়।

আরও পড়ুন