Advertisement
Doctor TV

বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫


লিভার ক্যান্সার যথাসময় নির্ণয় না করলে বিপজ্জনক

Main Image

লিভার ক্যান্সার সচেতনতা মাস-২০২১ উপলক্ষে র‌্যালি পূর্বক সমাবেশে উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ


বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) লিভার ক্যান্সারে আক্রান্ত রোগীদের চিকিৎসার সুব্যবস্থা রয়েছে বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।

তিনি বলেন, লিভার ক্যান্সার নির্ণয় যথাসময়ে করতে হবে। এটি করতে না পারলে বিপজ্জনক আকার ধারণ করতে পারে।

সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ের বি-ব্লকের সামনে লিভার ক্যান্সার সচেতনতা মাস-২০২১ উপলক্ষে র‌্যালি পূর্বক সমাবেশে উপাচার্য এসব কথা বলেন।

তিনি বলেন, এক সময় বলা হতো ক্যান্সার হলে অ্যান্সার নাই, কিন্তু বর্তমান সময়ে ক্যান্সার হলে অ্যান্সার আছে। তারপরও যেসব কারণে ক্যান্সার হয় সেগুলো এড়িয়ে চলতে হবে এবং সতর্ক থাকতে হবে।

অধ্যাপক ডা. শারফুদ্দিন বলেন, লিভার ক্যান্সারে আক্রান্ত রোগীরা যাতে দেশের বাইরে না যায়, সেজন্য চিকিৎসকদের নিজেকে সেভাবেই তৈরি করতে হবে। বিএসএমএমইউতে এই চিকিৎসকদের জন্য উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।

এর আগে সকালে প্রধান অতিথি হিসেবে অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ র‌্যালির উদ্বোধন করেন। পরে বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মিলন হলে ‘লিভার ক্যান্সার অ্যাওয়ারনেস-রোল অফ হেপাটোবিলিয়ারি অ্যান্ড প্যানক্রিয়েটিভ সার্জন’ শীর্ষক বৈজ্ঞানিক সেমিনারের আয়োজন করা হয়।

হেপাটোবিলিয়ারি, প্যানক্রিয়েটিক অ্যান্ড লিভার ট্রান্সপ্ল্যান্ট সার্জারি বিভাগের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওই বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মোহাম্মদ মোহছেন চৌধুরী।

এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. জাহিদ হোসেন, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. একেএম মোশাররফ হোসেন, উপ-উপাচার্য (প্রশাসন) উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, প্রক্টর অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলাল, হেপাটোবিলিয়ারি, প্যানক্রিয়েটিক অ্যান্ড লিভার ট্রান্সপ্ল্যান্ট সার্জারি বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. জুলফিকার রহমান খানসহ শিক্ষক, চিকিৎসক, ছাত্রছাত্রীরা।

সেমিনারে বৈজ্ঞানিক প্রবন্ধ উপস্থান করেন অধ্যাপক ডা. বিধান চন্দ্র দাস, সহযোগী অধ্যাপক ডা. মোহাম্মদ সাইফ উদ্দিন, সহযোগী অধ্যাপক ডা. মো. নূর-ই-এলাহী। ধন্যবাদ জ্ঞাপন করেন বিকন ফার্মাসিউটিক্যালসের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এসএম মাহমুদুল হক পল্লব।

আরও পড়ুন