Advertisement
Doctor TV

বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫


বিএসএমএমইউতে ইনফার্টিলিটির চিকিৎসায় এই প্রথম স্টেম সেল প্রয়োগ

Main Image

বিএসএমএমইউতে ইনফার্টিলিটির চিকিৎসায় এই প্রথম স্টেম সেল প্রয়োগ


বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ইনফার্টিলিটির চিকিৎসায় প্রথমবারের মতো স্টেম সেলের প্রয়োগ হয়েছে।

রোববার (৩১ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ট্রান্সফিউশন মেডিসিন বিভাগের সহযোগিতায় স্টেম সেল সংগ্রহ করা হয়, যা রিপ্রোডাকটিভ এন্ডোক্রাইনোলজি এন্ড ইনফারটিলিটি বিভাগে সরবরাহ করা হয় এবং সফলভাবে ইনফার্টিলিটির চিকিৎসায় প্রয়োগ করা হয়।

বিশ্বের বিভিন্ন দেশেও এর ব্যবহার রয়েছে। এর মধ্য দিয়ে ইনফার্টিলিটি চিকিৎসায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নতুন যুগের শুভ সূচনা হলো বলে জানিয়েছেন বিএসএমএমইউর ভিসি অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।

এ সময় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, ট্রান্সফিউশন মেডিসিন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. আসাদুল ইসলাম ও বিএসএমএমইউর সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক দেবাশীষ বৈরাগী প্রমুখ যুক্ত ছিলেন।

আরও পড়ুন