Advertisement
Doctor TV

মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫


বিএসএমএমইউতে ২৪ ঘণ্টাই মিলবে জরুরি সেবা

Main Image

বিএসএমএমইউতে ২৪ ঘণ্টাই মিলবে জরুরি সেবা


বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) কাঙ্ক্ষিত সাধারণ জরুরি বিভাগের উদ্বোধন হয়েছে। এখন থেকে ২৪ ঘণ্টাই বিএসএমএমইউতে মিলবে জরুরি স্বাস্থ্যসেবা।

সোমবার বেলা সাড়ে ১১টায় কেবিন ব্লকে এ জরুরি বিভাগের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।

এসময় তিনি বলেন, বিএসএমএমইউ জরুরি বিভাগের কার্যক্রম শুরু ছিল আমাদের কাছে বহুল আকাঙ্খিত একটি বিষয়। আরও আগেই এটি শুরু হওয়ার কথা থাকলে করোনা সংক্রমণের কারণে সম্ভব হয়ে ওঠেনি। জরুরি স্বাস্থ্যসেবা বিভাগের উদ্বোধনের ফলে এখন থেকে সাধারণ মানুষের চিকিৎসা সেবার দ্বার আরও প্রসারিত হবে।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. জাহিদ হোসেন, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. একেএম মোশাররফ হোসেন, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, প্রক্টর অধ্যাপক ডা. হাবিবুর রহমান দুলাল, রেজিস্ট্রার অধ্যাপক ডা. এ বি এম আব্দুল হান্নান, পরিচালক (হাসপাতাল) বিগ্রেডিয়ার জেনারেল ডা. নজরুল ইসলাম খানসহ ডিনরা ও বিভিন্ন বিভাগের চেয়ারম্যানরা।

আরও পড়ুন