Advertisement
Doctor TV

রবিবার, ২০ এপ্রিল, ২০২৫


এক সপ্তাহের মধ্যে টিকা পাবে স্কুলশিক্ষার্থীরা

Main Image

এখন নিবন্ধন চলছে। খুব শিগগিরই স্কুলে টিকাদান কার্যক্রম শুরু হবে


এক সপ্তাহের মধ্যে স্কুলশিক্ষার্থীদের মধ্যে করোনার টিকাদান কার্যক্রম শুরু করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। বুধবার (২৭ অক্টোবর) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ডা. মিল্টন হলে তৃতীয় গবেষণা দিবস উদযাপন অনুষ্ঠানে একথা জানান তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, ‘এখন নিবন্ধন চলছে। খুব শিগগিরই স্কুলে টিকাদান কার্যক্রম শুরু হবে। নিবন্ধন কার্যক্রমে আরেকটু অগ্রগতি হলে এক সপ্তাহের মধ্যেই আমরা টিকা দেওয়া শুরু করতে পারব।’

তিনি আরও বলেন, ‘অনেক সময় গবেষণার বরাদ্দ ফিরে যায়। যারা গবেষণা করেন তারা হয়ত সঠিক নিয়ম-কানুন মেনে আবেদন করেন না। কোথাও একটা সমস্যা আছে। সবাইকে এ বিষয়টি খেয়াল রাখতে হবে। নইলে যারা ভালো গবেষক আছেন তারা হতাশ হবেন।’

বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহিদুল্লাহ, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দীন, বিএসএমএমইউ উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. জাহিদ হোসেন, উপ-উপাচার্য (অ্যাকাডেমিক) অধ্যাপক ডা. একেএম মোশাররফ হোসেন, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. আতিকুর রহমান প্রমুখ বক্তব্য দেন।

আরও পড়ুন