Advertisement
Doctor TV

মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫


মডার্নার বুস্টার ডোজ অনুমোদন ইইউর

Main Image

চলতি মাসের শুরুতে ১২ বছরের বেশি বয়সীদের জন্য ফাইজার–বায়োএনটেকের টিকার অনুমোদন দেওয়া হয়।


ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ওষুধ পর্যবেক্ষণকারী সংস্থা ১৮ বছরের বেশি বয়সীদের জন্য মডার্না টিকার বুস্টার ডোজের অনুমোদন দিয়েছে। টিকার প্রাথমিক ডোজ নেওয়ার পর সুরক্ষার মাত্রা কমে যাওয়ার আশঙ্কা থেকে এ বুস্টার ডোজের অনুমোদন দেওয়া হয় বলে জানিয়েছে এএফপি।

চলতি মাসের শুরুতে ১২ বছরের বেশি বয়সীদের জন্য ফাইজার–বায়োএনটেকের টিকার অনুমোদন দেওয়া হয়।

ইউরোপীয় মেডিসিন এজেন্সি বলছে, দ্বিতীয় ডোজ টিকা নেওয়ার ছয় থেকে আট মাস পর মডার্নার স্পাইকভ্যাক্স টিকার তৃতীয় ডোজ নিলে প্রাপ্তবয়স্কদের শরীরে অ্যান্টিবডির মাত্রা বাড়ে। যাদের অ্যান্টিবডির মাত্রা কমে গেছে, তাদের ক্ষেত্রে টিকার বুস্টার ডোজ কার্যকর হবে।

বুস্টার ডোজ নেওয়ার পর হৃদযন্ত্রের প্রতিক্রিয়া ও অন্যান্য পার্শ্বপ্রতিক্রিয়া সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করা হয়েছে বলে দাবি করেছে প্রতিষ্ঠানটি।

আরও পড়ুন