Advertisement
Doctor TV

বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫


ডেঙ্গু আক্রান্ত আরও ১৯০ জন হাসপাতালে

Main Image

ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ১৯০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন


ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ১৯০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এ সময়ে ডেঙ্গুতে কারো মৃত্যু হয়নি।

সোমবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, আক্রান্তদের মধ্যে ১৫৪ জন ঢাকার বিভিন্ন হাসপাতালে আর ৩৬ জন ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি রয়েছেন।

দেশে বর্তমানে হাসপাতালে মোট ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮৬১ জনে। ঢাকার ৪৬টি হাসপাতালে ভর্তি আছেন ৭০৩ জন আর অন্যান্য বিভাগে আরও ১৫৮ জন হাসপাতালে ভর্তি আছেন।

চলতি বছরে এখন পর্যন্ত হাসপাতালে মোট রোগী ভর্তি হয়েছেন ২২ হাজার ৬৮৮ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ২১ হাজার ৭৪০ জন। এ সময়ে ৮৭ জনের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন