Advertisement
Doctor TV

বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫


শতামেক শিক্ষক সমিতির সম্প্রীতি সমাবেশ

Main Image

শতামেক শিক্ষক সমিতির সম্প্রীতি সমাবেশ


দেশজুড়ে চলমান অস্থিরতা এবং সাম্প্রদায়িক সহিংসতার বিরুদ্ধে সম্প্রীতি সমাবেশ করেছে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজের (শতামেক) শিক্ষক সমিতি।

মেডিকেল কলেজের সকল শিক্ষক এবং শিক্ষার্থীদের অংশগ্রহণে এই সমাবেশ আয়োজিত হয় গাজীপুর সার্কিট হাউজের সামনে।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন শতামেকের অধ্যক্ষ অধ্যাপক ডা আবদুল কাদের, হাসপাতাল পরিচালক ডা. হাফিজুদ্দীন, গাজীপুর জেলা স্বাচিপের সাধারণ সম্পাদক ডা. সুশান্ত কুমার সরকার, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ডা. মুশফিকুর রহমান, মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ডা. আল আমিন, ছাত্রলীগ নেতা প্রদীপ্ত সাক্ষর জয়, মিজানুর রহমান, নিলয় চন্দ্র সরকার, তানভীর হোসেন সাগর। এছাড়া শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন মেহরীন সেলিম অর্পা এবং আবিদ মাহমুদ সেজান।

সকল বক্তাই হাজার বছরের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে, সকল ধর্মাবলম্বীদের সহাবস্থানের উপর জোর দেন। বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার খুব শীঘ্রই সকল দুষ্কৃতকারীদের কঠোরতম শাস্তি নিশ্চিত করবে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি ফিরিয়ে আনবেন।

আরও পড়ুন