Advertisement
Doctor TV

রবিবার, ২০ এপ্রিল, ২০২৫


করোনায় ১ লাখ ৮০ হাজার স্বাস্থ্যকর্মীর মৃত্যু: ডব্লিউএইচও

Main Image

স্বাস্থ্যকর্মীদের সুরক্ষা ছাড়াই সেবা দিতে গিয়ে চূড়ান্ত ত্যাগ স্বীকার করতে হয়েছে


বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বৃহস্পতিবার (২১ অক্টোবর) জানিয়েছে, করোনাভাইরাসে গত বছরের জানুয়ারি থেকে চলতি বছরের মে পর্যন্ত বিশ্বে ৮০ হাজার থেকে ১ লাখ ৮০ হাজার স্বাস্থ্যকর্মীর মৃত্যু হয়ে থাকতে পারে। এমন প্রেক্ষাপটে টিকাদান কর্মসূচিতে স্বাস্থ্যকর্মীদের অগ্রাধিকার দেওয়া উচিত বলে মনে করে সংস্থাটি। খবর এএফপির।

জাতিসংঘের স্বাস্থ্য সংস্থাটির প্রধান তেদরোস আধানম গেব্রেয়াসুস টিকা বৈষম্যের কঠোর সমালোচনা করে বলেন, ‘বিশ্বে স্বাস্থ্যকর্মী রয়েছেন ১৩ কোটি ৫০ লাখের মতো। তথ্য-উপাত্ত থেকে জানা গেছে, ১১৯টি দেশের মধ্যে গড়ে পাঁচজনের দুজন করোনা টিকার পুরোপুরি ডোজ সম্পন্ন করেছেন।’

তিনি বলেন, ‘অবশ্যই এটি বিস্তর পার্থক্য আঞ্চলিক এবং ধনী দেশগুলোর তুলনায়। আফ্রিকায় ১০ জনে একজন স্বাস্থ্যকর্মী পুরোপুরি টিকা নিয়েছেন, যা উন্নত দেশে ৮০ শতাংশ।’

ইন্টারন্যাশনাল কাউন্সিল অব নার্সেস-এর সভাপতি অ্যানেট কেনেডি করোনায় স্বাস্থ্যকর্মীদের প্রাণহানিতে দুঃখ প্রকাশ করেন। তবে তিনি বলেন, ‘এসব মৃত্যুর মধ্যে অনেকেরই জীবন যাওয়া অপ্রয়োজনীয় ছিল। কারণ আমরা তাদের অনেককে বাঁচাতে পারতাম।’

তিনি আরও বলেন, ‘স্বাস্থ্যকর্মীদের সুরক্ষা ছাড়াই সেবা দিতে গিয়ে চূড়ান্ত ত্যাগ স্বীকার করতে হয়েছে। আর এর জন্য সরকারগুলোর দায়িত্ব ছিল মর্মান্তিক। ফলে স্বাস্থ্যকর্মীরা শারীরিক ও মানসিকভাবে বিধ্বস্ত। আমরা ধারণা করছি, খুব দ্রুত অন্তত ১০ শতাংশ কর্মী ছুটি নিবেন।’

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর থেকে এ পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ২৪ কোটি ৩২ লাখ। আর মারা গেছে ৪৯ লাখ ৪৪ হাজারের বেশি মানুষ।

আরও পড়ুন