Advertisement
Doctor TV

বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫


বেবিচক’র মেডিকেল এক্সামিনার বিভাগের সহকারী পরিচালক ডা. খাইনুর

Main Image

ডা. খাইনুর জাহান


বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) ফ্লাইট সেফটি অ্যান্ড রেগুলেশন্স (মেডিকেল এক্সামিনার) বিভাগের সহকারী পরিচালক হিসেবে ডা. খাইনুর জাহানকে পদায়ন করা হচ্ছে।

রোববার মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের উপ-সচিব এএফএম এশতেহামূল হক স্বাক্ষরিত এক স্মারকে এ কথা জানানো হয়েছে।

ডা. খাইনুর জাহানকে ষষ্ঠ গ্রেডে প্রেষণে এই পদে পদায়ন করছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

স্মারকে বলা হয়, বাংলাদেশ জাতীয় পুষ্টি পরিষদের উপ-পরিচালক ডা. খাইনুর জাহানকে চাকরি নির্দেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যাস্ত করা হলো।

এ বিষয়ে জানতে চাইলে ডা. খাইনুর জাহান ডক্টর টিভিকে বলেন, ‘বিষয়টি আপনাদের মাধ্যমে জানতে পারলাম। আমি বিষয়টি খোঁজ নিয়ে দেখছি।’

স্মারকটি দেখতে এখানে ক্লিক করুন

আরও পড়ুন