Advertisement
Doctor TV

বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫


চতুর্থ গ্রেড উন্নীত হলেন ৩ চিকিৎসক

Main Image

চাকরিকালীন ছয় বছর পূর্তিতে এই সহকারী অধ্যাপকদের চতুর্থ গ্রেড প্রদান করা হয়েছে


জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী তিন চিকিৎসক কর্মকর্তার (বিসিএস স্বাস্থ্য) চতুর্থ গ্রেড মঞ্জুর করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

রোববার মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিব জাকিয়া পারভীন স্বাক্ষরিত এক পরিপত্রে এ কথা জানানো হয়েছে।

এই তিন চিকিৎসক হলেন- ময়মনসিংহ মেডিকেল কলেজের ডার্মাটোলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. মো. শফিকুজ্জামান, ময়মনসিংহ মেডিকেল কলেজের গাইনী অ্যান্ড অবস বিভাগের সহকারী অধ্যাপক মোছা. খুরশিদা জাহান এবং মুগদা মেডিকেল কলেজের রেডিওলজি অ্যান্ড ইমেজিং বিভাগের সহকারী অধ্যাপক সৈয়দা আইরিন পারভীন।

চাকরিকালীন ছয় বছর পূর্তিতে এই সহকারী অধ্যাপকদের চতুর্থ গ্রেড প্রদান করা হয়েছে বলে পরিপত্রে জানানো হয়।

এতে আরও বলা হয়েছে, চতুর্থ গ্রেডে পে-স্কেল-২০১৫ অনুযায়ী ৫০ হাজার থেকে ৭১ হাজার ২০০ টাকা বেতন পাবেন তারা।

পরিপত্রটি দেখতে এখানে ক্লিক করুন

আরও পড়ুন