Advertisement
Doctor TV

বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫


অসুস্থ চার শিশুর পাশে মমেক কর্তৃপক্ষ

Main Image

নয় মাস আগে চালু হওয়া এ কার্যক্রম অব্যাহত রাখার কথা জানিয়েছে কর্তৃপক্ষ।


জেনেটিক ও হরমোনজনিত জটিলতায় শারীরিক বৃদ্ধি হয় না— এমন চার শিশুকে চিকিৎসার পাশাপাশি নিয়মিত আর্থিক সহায়তা দিচ্ছে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতাল কর্তৃপক্ষ। এরই ধারাবাহিকতায় ১৩ অক্টোবর তাদের ৩০ হাজার টাকা করে দেয়া হয়।

হাসপাতাল সূত্রে জানা গেছে, জেনেটিক ও হরমোনজনিত কারণে যেসব শিশুর শারীরিক বৃদ্ধি ব্যাহত হচ্ছে বা প্রাপ্তবয়স্ক হওয়া সত্ত্বেও স্বাভাবিক শারীরিক গঠনের উন্নতি হচ্ছে না, তাদের সহায়তা করে হাসপাতালের সমাজকল্যাণ ফান্ড।

প্রতি মাসে এসব রোগীর প্রত্যেকের জন্য ৩০ হাজার টাকা করে ব্যয় হচ্ছে, যার অধিকাংশ অংশ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. ফজলুল কবীরের মাধ্যমে হাসপাতালের সমাজকল্যাণ বিভাগ বহন করে আসছে।

মমেক হাসপাতালের অ্যান্ডোক্রাইনোলজি বিভাগের বিভাগীয় প্রধান ডা. এ বি এম কামরুল হাসানের সার্বিক তত্ত্বাবধানে পরিচালক এ কার্যক্রম চালু করেছেন। চিকিৎসা ও নিয়মিত তদারকির ফলে এসব শিশুর শারীরিক বৃদ্ধির ক্ষেত্রে বেশ উন্নতি হচ্ছে। নয় মাস আগে চালু হওয়া এ কার্যক্রম অব্যাহত রাখার কথা জানিয়েছে কর্তৃপক্ষ।

আরও পড়ুন