রাজারবাগে অবস্থিত কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল
রাজধানীর রাজারবাগে অবস্থিত কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে সংযুক্তিতে পদায়ন পেয়েছেন ডা. আফিদা খাইরুল (মীম)।
এ বিষয়ে মঙ্গলবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ একটি প্রজ্ঞাপন জারি করেছে।
রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব এ. এফ. এম. এহতেশামুল হক স্বাক্ষরিত প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, ডা. আফিদা খাইরুল বর্তমানে বরিশালের বাবুগঞ্জের জাহাপুর উপস্বাস্থ্য কেন্দ্রে মেডিকেল অফিসার হিসেবে কর্মরত রয়েছেন।
পারিবারিক সূত্রে জানা যায়, বরিশালের শের-ই-বাংলা বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তিনি এমবিবিএস পাস করেন। ডা. আফিদার বড় বোন আমরীন খাইরুল ৩১তম বিসিএসের পুলিশ প্রশাসনের কর্মকর্তা।
ডা. আফিদা খাইরুল বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে ইন্টার্ন ডক্টরস্ অ্যাসোসিয়েশনের মহিলা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
৩৯তম বিসিএসে তিনি সহকারী সার্জন হিসেবে যোগদান করেন।
ডা. মীম যেদিন বিসিএসে উত্তীর্ণ হয়ে স্বাস্থ্য ক্যাডারে যোগ দেন সেদিন তার বাবা পেট্রোবাংলার কোম্পানি বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের কর্মকর্তা খাইরুল আলম ফেসবুকে একটি স্ট্যাটাস দেন।
২০১৯ সালের ১ মে ফেসবুকে দেওয়া ওই স্ট্যাটাসে ডা. আফিদা খাইরুল মীমের বাবা খাইরুল আলম বলেন, সবাই ওর জন্য দোয়া করবেন সে যেন জীবনের শেষ দিন পর্যন্ত মানব সেবায় নিজেকে বর্তমানের মতই নিয়োজিত রাখতে পারে। টাকার প্রতি যেন কোনোদিনই লোভ না জন্মায়।
তিনি বলেন, আমার বড় মেয়ের সাথে তার (ডা. আফিদা খাইরুলের) বয়সের পার্থক্য প্রায় ৮ বছর। বড় মেয়ে (আমরীন খাইরুল) ৩১তম বিসিএসে পুলিশ প্রশাসনে দায়িত্ব পালন করছে। বর্তমানে সে এডিশনাল এসপি পদে নিয়োজিত আছে। তাদের বয়সের পার্থক্য ৮ বছর, বিসিএসেও পার্থক্য ৮ ব্যাচ।
আরও পড়ুন