Advertisement
Doctor TV

বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫


চার স্বাস্থ্য কর্মকর্তাকে বদলি

Main Image

চার স্বাস্থ্য কর্মকর্তাকে বদলি


বাংলাদেশ সিভিল সার্ভিস-বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার এবং স্বাস্থ্য সার্ভিসের তিন চিকিৎসক এক কর্মকর্তাকে বদলি করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

সোমবার মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের উপ-সচিব জাকিয়া পারভীন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, পরবর্তী আদেশ না দেয়া পর্যন্ত তাদের নামের পাশে বর্ণিত কর্মস্থলে বদলি করা হলো।

ডা. আফসানা আলমগীর খানকে চলতি দায়িত্বে স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক (এসেসমেন্ট-২) করা হয়েছে।

ডা. ইকরামুল হককে স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) এবং সিডিসি’র ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার (ম্যালেরিয়া অ্যান্ড এটিডি) করা হয়েছে।

ডা. নুজহাত নাদিয়াকে স্বাস্থ্য অধিদপ্তরে ওএসডি এবং (ইওসি অ্যান্ড এমএইচ) এমএনসিঅ্যান্ডএএইচের ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার করা হয়েছে।

মো. বজলুর রহমানকে স্বাস্থ্য অধিদপ্তরের ওএসডি এবং লাইফ স্টাইল, হেলথ এডুকেশন অ্যান্ড প্রমোশনের (প্রশাসন ও প্রশিক্ষণ) প্রোগ্রাম ম্যানেজার করা হয়েছে।

প্রজ্ঞাপনটি দেখতে এখানে ক্লিক করুন

আরও পড়ুন