Advertisement
Doctor TV

বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫


‘আগামী সেশন থেকেই চালু হবে এমএসসি নার্সিং কোর্স’

Main Image

আগামী সেশন থেকে বিএসএসএমইউ এমএসসি নার্সিং কোর্স চালু করা হবে


আগামী সেশন থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএসএমইউ) এমএসসি নার্সিং কোর্স চালু করা হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।

শনিবার বিএসএসএমইউ’তে অনুষ্ঠিত গ্রাজুয়েট নার্সিং বিভাগের ১০ম ব্যাচের শিক্ষার্থীদের ‘ক্যাপিং সেরিমনি’তে তিনি এ কথা বলেন।

উপাচার্য বলেন, ‘নার্সিং শিক্ষার উন্নয়নে বিএসএসএমইউ এর আগামী সেশন থেকেই এমএসসি নার্সিং কোর্স চালু করা হবে।’

তিনি আরও বলেন, ‘নার্সদেরকে নিজেকে এমনভাবে তৈরি করতে হবে ও রোগীদেরকে এভাবে সেবা প্রদান করতে হবে যেন রোগীরা দেশের বাইরে না যায় এবং হাসপাতাল থেকে রোগীরা সুস্থ হয়ে সন্তুষ্টি নিয়ে বাড়ি ফিরে যান।’

আধুনিক নার্সিং সেবার অগ্রদূত ফ্লোরেন্স নাইটিঙ্গেলের আদর্শে উজ্জীবিত হয়ে রোগীদেরকে নিজ পরিবারের সদস্যদের মতো সেবা দেওয়ার আহ্বান জানিয়েছেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।

অনুষ্ঠানে নার্সিং অনুষদের ডীন অধ্যাপক ডা. মোহাম্মদ হোসেনের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. জাহিদ হোসেন, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. একেএম মোশাররফ হোসেনসহ প্রমুখ ব্যক্তিবর্গ।

আরও পড়ুন