Advertisement
Doctor TV

বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫


বাংলাদেশকে ২ লাখ টিকা দেবে রোমানিয়া

Main Image

টিকা কেনার পাশাপাশি বিভিন্ন উৎস থেকে টিকা পাওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার।


বাংলাদেশকে দুই লাখ ডোজ অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনা টিকা উপহার দেওয়ার ঘোষণা দিয়েছে রোমানিয়া।

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে বুখারেস্টে দ্বিপক্ষীয় বৈঠকে রোমানিয়ার পররাষ্ট্রমন্ত্রী বোগদান অরেস্কুর এ ঘোষণা দেন।

দ্বিপক্ষীয় সফরে বর্তমানে রোমানিয়ায় অবস্থান করছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

বৈঠকে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে অব্যাহত অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন পররাষ্ট্রমন্ত্রী।

আগামী দিনগুলোতে দুই দেশের পারস্পরিক সহযোগিতার ক্ষেত্রগুলোতে আরও ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।

টিকাদান কর্মসূচিতে এশিয়ার অন্যান্য দেশগুলোর চেয়ে পিছিয়ে আছে বাংলাদেশ। এ জন্য টিকা কেনার পাশাপাশি বিভিন্ন উৎস থেকে টিকা পাওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার।

দেশে বর্তমানে অ্যাস্ট্রাজেনেকার পাশাপাশি মডার্না, ফাইজার ও সিনোফার্মের টিকা দেওয়া হচ্ছে।

আরও পড়ুন