Advertisement
Doctor TV

বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫


ধনী দেশগুলোর স্বার্থপরভাবে টিকা নিয়ন্ত্রণ অনৈতিক: গুতেরেস

Main Image

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস।


বিশ্বের ধনী দেশগুলোর স্বার্থপরভাবে টিকা সরবরাহ নিয়ন্ত্রণকে ‘অনৈতিক এবং অন্যায্য’ বলে মন্তব্য করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস।

তিনি বলেছেন, দরিদ্র দেশগুলোকে টিকা লাভের সুযোগ না দেওয়ায় মহামারীর বিরুদ্ধে দেশগুলো সুরক্ষা হ্রাস পাওয়ার ঝুঁকিতে রয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বলেছে, প্রত্যেক দেশে জনসংখ্যার ৮০ শতাংশের বেশি লোককে টিকাদান করতে হবে। কিন্তু কোভিড-১৯ সংকট কাটাতে কাজ খুব কম হয়েছে।

ধনী দেশগুলোকে এসব দরিদ্র দেশে টিকা পৌঁছানোর সুযোগ নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করে জাতিসংঘ মহাসচিব।

ডব্লিউএইচও চলতি বছরের সেপ্টেম্বর নাগাদ প্রতিটি দেশের ১০ শতাংশ লোককে টিকা প্রদান সম্পন্ন করার লক্ষ্য ঘোষণা করেছিল। তবে ৫৬টি দেশে এই লক্ষ্য অর্জিত হয়নি।

ডব্লিউএইচও প্রধান তেদ্রোস আধানম গেব্রিয়েসুস বলেন, এ ক্ষেত্রে এসব দেশের নিজেদের কোনো দোষ ছিল না।

বৈশ্বিক সংস্থাটি বলেছে, প্রতিমাসে ১.৫ বিলিয়ন ভ্যাকসিন তৈরি করা হচ্ছে। অথচ এক সপ্তাহের কম সময়ের উৎপাদন দিয়ে এই ১০ শতাংশের লক্ষ্যমাত্রা অর্জন করা যেতো।

ডব্লিউএইচও প্রধানের সঙ্গে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে অংশ নিয়ে জাতিসংঘ মহাসচিব বলেন, ‘টিকা সরবরাহে বৈষম্য কোভিড-১৯ মহামারী মোকাবেলায় প্রতিবন্ধক হয়ে রয়েছে।’

আরও পড়ুন