Advertisement
Doctor TV

রবিবার, ২০ এপ্রিল, ২০২৫


বিএসএসএমইউতে না কেটেই শোল্ডার জয়েন্ট ব্যাংকার্ট রিপেয়ার সম্পন্ন

Main Image

বিএসএসএমইউতে না কেটেই শোল্ডার জয়েন্ট ব্যাংকার্ট রিপেয়ার সম্পন্ন


বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএসএমইউ) না কেটেই আর্থ্রোস্কোপির মাধ্যমে এক রোগীর ডান কাঁধের জোড়া সরে যাওয়া প্রতিরোধে ব্যাংকার্ট রিপেয়ার কার্যক্রম অত্যন্ত দক্ষতার সম্পন্ন করা হয়েছে।

বৃস্পতিবার বিএসএমএমইউ’র অর্থোপেডিক সার্জারি বিভাগের আর্থ্রোস্কোপি ইউনিটে এই শোল্ডার জয়েন্ট করা হয়েছে বলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা (পিআরও) প্রশান্ত মজুমদার জানিয়েছেন।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি বলেন, ২৬ বছর বয়সী বিষ্ণু চন্দ্র মদকের ডান কাঁধের জোড়া বারবার সরে যেতো। না কেটেই আর্থ্রোস্কোপির মাধ্যমে তার কাঁধের ব্যাংকার্ট রিপেয়ার সফলভাবে সম্পন্ন করা হয়েছে।

এই শোল্ডার জয়েন্ট আর্থ্রোস্কোপি সম্পন্ন করেন আরর্থ্রোস্কোপি ইউনিটের সহযোগী অধ্যাপক ডা. মো. আলী ফয়সাল, সহযোগী অধ্যাপক ডা. চৌধুরী ইকবাল মাহমুদ ও ডা. রুহুল আমিন।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ নির্দেশনায় এ আর্থ্রোস্কোপি হয়।

চিকিৎসক টিমকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ‘দেশে আরর্থ্রোস্কোপির মাধ্যমে সফলভাবে শোল্ডার জয়েন্ট ব্যাংকার্ট রিপেয়ার সম্পন্ন করা একটি উজ্জ্বল দৃষ্টান্ত।’

উল্লেখ্য, এই ব্যাংকার্ট রিপেয়ার বেসরকারি কোনো হাসপাতালে করলে আনুমানিক দুই থেকে আড়াই লাখ টাকা ব্যয় হয়।

আরও পড়ুন