দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ২০৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ২০৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ঢাকায় ভর্তি হয়েছেন ১৭০ জন।
বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক নিয়মিত প্রতিবেদন থেকে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১৭০ জন। আর অন্যান্য জেলায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৩ জন।
বর্তমানে ঢাকার ৪৬টি হাসপাতালে মোট ভর্তি আছেন ৭২০ জন। অন্যান্য বিভাগে হাসপাতালে ভর্তি রয়েছেন ১৪৩ জন।
চলতি বছর ডেঙ্গুতে ৭৩ জন মৃত্যবরণ করেছেন। তাদের মধ্যে ঢাকা বিভাগের ৬৮ জন। এছাড়াও চট্টগ্রাম বিভাগে দুজন, খুলনা ও রাজশাহী বিভাগে একজন করে মারা গেছেন।
অক্টোবরের প্রথম ছয় দিনে ১ হাজার ১৩৯ জন, সেপ্টেম্বরে ৭ হাজার ৮৪১ জন, আগস্টে ৭ হাজার ৬৯৮ জন, জুলাইয়ে ২ হাজার ২৮৬ জন, জুন মাসে ২৭২ জন এবং মে মাসে ৪৩ জন ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
আরও পড়ুন