Advertisement
Doctor TV

রবিবার, ২০ এপ্রিল, ২০২৫


ডিআরইউতে চক্ষু চিকিৎসা ও ডায়াবেটিস পরীক্ষার উদ্বোধন

Main Image

ডিআরইউতে চক্ষু চিকিৎসা ও ডায়াবেটিস পরীক্ষার উদ্বোধন


ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) বুধবার চক্ষু চিকিৎসা ও ডায়াবেটিস পরীক্ষার উদ্বোধন করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

অনুষ্ঠান শেষে তিনি বলেন, করোনাভাইরাস (কোভিড-১৯) পরিস্থিতির কারণে এসএসসি-এইচএসসির সিলেবাস আর সংক্ষিপ্ত করা হবে না।

শিক্ষামন্ত্রী বলেন, করোনাভাইরাস পরিস্থিতির কারণে চলতি ও আগামী বছরের এসএসসি-এইচএসসি পরীক্ষার্থীদের সিলেবাস সংক্ষিপ্ত করা হয়েছে। সেই সিলেবাস শেষ করে পরীক্ষা আয়োজন করা হবে।

সংক্ষিপ্ত সিলেবাস আরও সংক্ষিপ্তকরণের জন্য কেউ আন্দোলন করলে সেটি আর আমলে নেওয়া হবে না। ক্লাসে পাঠদানের প্রতি মনোযোগী হওয়ার পরামর্শ দেন তিনি।

এ সময় সম্প্রতি প্রকাশিত ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) শিক্ষা প্রতিষ্ঠানে এমপিও দুর্নীতি প্রতিবেদন প্রসঙ্গে ডা. দীপু মনি বলেন, ‘টিআইবির প্রতিবেদন আমরা দেখেছি, এ বিষয়ে পর্যবেক্ষণ করছি।’

তিনি বলেন, ‘দ্রুত সময়ের মধ্যে টিআইবির প্রতিবেদন নিয়ে সংবাদ সম্মেলন করা হবে। সেখানে এ বিষয়ে সার্বিক পরিস্থিতি তুলে ধরা হবে।’

ডিআরইউ সভাপতি মুরসালিন নোমানীর সভাপতিত্বে অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন আর্কিটেক্ট নিখিল চন্দ্র গুহ, সাধারণ সম্পাদক মশিউর রহমান খান প্রমুখ।

আরও পড়ুন