Advertisement
Doctor TV

রবিবার, ২০ এপ্রিল, ২০২৫


ডেঙ্গু জ্বরে আরও দুই মৃত্যু, হাসপাতালে ১৯৭

Main Image

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত আরও দুজনের মৃত্যু হয়েছে


দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত আরও দুজনের মৃত্যু হয়েছে। এ সময়ে আরও ১৯৭ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক নিয়মিত প্রতিবেদন থেকে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ঢাকায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ১৫১ জন। ঢাকার বাইরে রয়েছেন ৪৬ জন।

চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ১৯ হাজার ১৩৩ জন।

বর্তমানে ঢাকার ৪৬টি হাসপাতালে ভর্তি আছেন মোট ৭৩১ জন এবং অন্যান্য বিভাগে রয়েছেন ১৭০ জন।

চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ৭৩ জন। তাদের মধ্যে ঢাকা বিভাগের রয়েছেন ৬৮ জন। বাকি পাঁচজন অন্যান্য বিভাগে মারা যান।

আরও পড়ুন