Advertisement
Doctor TV

বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫


ফাইজারের টিকার বুস্টার ডোজের অনুমোদন দিয়েছে ইএমএ

Main Image

প্রাপ্তবয়স্কদের ফাইজারের করোনা টিকার বুস্টার ডোজ দেওয়ার অনুমোদন দিয়েছে ইউরোপীয় ইউনিয়নের ওষুধ নিয়ন্ত্রক সংস্থা


প্রাপ্তবয়স্কদের ফাইজারের করোনা টিকার বুস্টার ডোজ দেওয়ার অনুমোদন দিয়েছে ইউরোপীয় ইউনিয়নের ওষুধ নিয়ন্ত্রক সংস্থা।

সোমবার আমস্টারডামভিত্তিক ইউরোপিয়ান মেডিসিনস এজেন্সি (ইএমএ) ফাইজারের টিকার বুস্টার ডোজ দেওয়ার অনুমোদন দেয় বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

ইএমএ জানায়, ১৮ বছর ও তার বেশি বয়সীদের ফাইজারের বুস্টার ডোজ প্রদানের বিষয়টি বিবেচনায় নেওয়া হয়েছে। এ টিকার দ্বিতীয় ডোজ নেওয়ার অন্তত ছয় মাস পরে তৃতীয় বা বুস্টার ডোজ নিতে হবে।

তবে জাতীয় পর্যায়ের জনস্বাস্থ্য সংস্থাগুলো এ ডোজ দেওয়ার সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছে ইএমএ।

উল্লেখ্য, সম্প্রতি যুক্তরাষ্ট্র ৬৫ বছরের বেশি বয়সীদের ক্ষেত্রে ফাইজারের টিকার বুস্টার ডোজ দেওয়ার অনুমোদন দিয়েছে।

আরও পড়ুন