Advertisement
Doctor TV

বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫


‘শিশুদের এখনই টিকা দেওয়া হচ্ছে না’

Main Image

শিশুদের করোনাভাইরাসের টিকা কার্যক্রমের বিষয়টি স্পর্শকাতর হওয়ায় এই মুহূর্তে টিকা দেওয়া হচ্ছে না


শিশুদের করোনাভাইরাসের (কোভিড-১৯) টিকা কার্যক্রমের বিষয়টি স্পর্শকাতর হওয়ায় এই মুহূর্তে টিকা দেওয়া হচ্ছে না বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

মঙ্গলবার দুপুরে সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) ভবনে ফাইজারের টিকা হস্তান্তরের সময় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম এসব কথা বলেন।

তিনি জানান, ১৮ বছরের নিচে শিশুদের আপাতত টিকা দেওয়া হচ্ছে না। এটি এখনো পর্যালোচনায় রয়েছে। সিটি করপোরেশনের স্কুলপড়ুয়া শিক্ষার্থীদেরও টিকা দেওয়ার ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি।

খুরশীদ আলম বলেন, ‘ফাইজারের টিকা এবার ঢাকা ছাড়াও বিভাগীয় শহর ও জেলা পৌরসভায় দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রশিক্ষণ ও প্রস্তুতি শেষে টিকা দেওয়া হবে। যে সমস্ত জায়গায় ফাইজারের টিকা দেওয়া যাচ্ছে সেসব জায়গায় আমরা টিকা দিচ্ছি।’

তিনি আরও বলেন, ‘আল্ট্রা কোল্ড চেইনে ভ্যাকসিন সংরক্ষণ করার ন্যূনতম সক্ষমতা আমাদের আছে। আগামীতে যে কোনো ধরনের টিকা সংরক্ষণ করা সম্ভব হবে। মাইনাস ৭০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার ফাইজারের টিকা সংরক্ষণে আমরা ২৬টি আল্ট্রা লো ফ্রিজার পেয়েছি। সামনে আরও টিকা আসবে।’

ইপিআইয়ের তথ্যমতে, এখন পর্যন্ত দেশে ফাইজারের ৪২ রাখ ৩৮ হাজার ৯১০ ডোজ টিকা এসেছে। টিকা সংরক্ষণের সক্ষমতা রয়েছে ৭৮ লাখ।

আরও পড়ুন