গাজীপুরের ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির (আইএইচটি) অধ্যক্ষ পদে ডা. মো. কামরুল হাসানকে পদায়ন করা হয়েছে
গাজীপুরের ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির (আইএইচটি) অধ্যক্ষ পদে ডা. মো. কামরুল হাসানকে পদায়ন করা হয়েছে।
রোববার স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের উপসচিব মল্লিকা খাতুন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
অতিরিক্ত দ্বায়িত্ব হিসেবে তাকে এ পদে পদায়ন করা হয়েছে।
ডা. মো. কামরুল হাসান বর্তমানে গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজে ফার্মাকোলজি বিভাগে সহকারী অধ্যাপক পদে কর্মরত রয়েছেন।
আরও পড়ুন