অনুমোদন পাচ্ছে স্পুৎনিক-ভি, দাবি রাশিয়ার
করোনার টিকা স্পুৎনিক-ভি অনুমোদনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) সব ধরনের শর্ত পূরণ করা হয়েছে বলে দাবি করেছে রাশিয়া। দেশটির স্বাস্থ্যমন্ত্রী মিখাইল মুরাশকো বলেছেন, অল্প কিছু কাজ শেষ হলেই টিকাটি অনুমোদন পাবে। খবর রয়টার্সের।
করোনার সংক্রমণ রোধে নিজেদের উৎপাদিত টিকাটি শুরু থেকেই রাশিয়া তার নাগরিকদের ব্যাপকহারে প্রয়োগ করছে। এমনকি দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নিজে স্পুৎনিক-ভি নিয়েছেন।
রাশিয়া ছাড়াও বিশ্বের ৭০টির বেশি দেশে অনুমোদন পেয়েছে স্পুৎনিক-ভি। বর্তমানে ডব্লিউএইচও ও ইউরোপিয়ান মেডিসিনস এজেন্সির (এএসএ) পর্যবেক্ষণে রয়েছে টিকাটি।
টিকা নিয়ে আলোচনা করতে সুইজারল্যান্ডের জেনেভায় ডব্লিউএইচওর প্রধান তেদরোস আধানোম গেব্রেয়াসুসের সঙ্গে সাক্ষাৎ করেছেন রুশ স্বাস্থ্যমন্ত্রী। তার বরাত দিয়ে রাশিয়ার বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স বলছে, স্পুৎনিক-ভি টিকার অনুমোদন বিষয়ে রাশিয়ার অবস্থান সম্পর্কে ডব্লিউএইচওকে জানানো হয়েছে। সংস্থাটির সব শর্ত পূরণ করা হয়েছে। তবে এ বিষয়ে ডব্লিউএইচওর কোনো বক্তব্য পাওয়া যায়নি।
আরও পড়ুন