Advertisement
Doctor TV

রবিবার, ২০ এপ্রিল, ২০২৫


দেশে আসছে ফাইজারের আরও ২৫ লাখ টিকা

Main Image

বাংলাদেশকে কোভ্যাক্সের আওতায় আরও ২৫ লাখ টিকা দেবে যুক্তরাষ্ট্র


করোনাভাইরাস (কোভিড-১৯) মোকাবিলায় বাংলাদেশকে কোভ্যাক্সের আওতায় আরও ২৫ লাখ টিকা দেবে যুক্তরাষ্ট্র।

শুক্রবার (১ অক্টোবর) মার্কিন প্রশাসন এ ঘোষণা দিয়েছে বলে জানিয়েছে এএফপি।

এএফপি জানায়, বাংলাদেশসহ ফিলিপাইনে আরও ৮০ লাখের বেশি টিকা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে বাংলাদেশ পাচ্ছে ২৫ লাখ টিকা। টিকাগুলো ফাইজার-বায়োএনটেকের তৈরি।

হোয়াইট হাউজের এক কর্মকর্তা জানিয়েছেন, আগামী সপ্তাহের মধ্যে পাঁচটি চালানে বাংলাদেশ পাচ্ছে ২৫ লাখ ৮ হাজার ৪৮০ টিকার ডোজ ও ৫৫ লাখ ৭৫ হাজার ৫০ ডোজ টিকা পাবে ফিলিপাইন।

বিশ্বের একক দেশ হিসেবে যুক্তরাষ্ট্র সবথেকে বেশি টিকা অনুদান দিয়েছে উল্লেখ করে ওই কর্মকর্তা বলেন, ‘মার্কিন প্রশাসন বুঝতে পারছে, করোনা মহামারির অবসান ঘটাতে এটি সারাবিশ্ব থেকেই নির্মূল করা প্রয়োজন।’

বাংলাদেশ এর মধ্যে যুক্তরাষ্ট্রের থেকে কয়েক লাখ করোনাভাইরাসের টিকা পেয়েছে। এর মধ্যে গত সপ্তাহে এসেছে ২৫ লাখ ফাইজার টিকা। এরপরও এখন পর্যন্ত দেশের মাত্র ১০ শতাংশ মানুষ টিকা পেয়েছে বলে জানিয়েছে এএফপি।

আরও পড়ুন