Advertisement
Doctor TV

বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫


ডা. সুব্রত’র ওপর হামলা: ৩৯তম বিসিএস ক্যাডার পরিবারের নিন্দা

Main Image

ডা. সুব্রত সাহার ওপর হামলার ঘটনায় নিন্দা প্রকাশ করে সন্ত্রাসীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী


গোপালগঞ্জ কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. সুব্রত সাহার ওপর হামলার ঘটনায় নিন্দা প্রকাশ করে সন্ত্রাসীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছে ৩৯তম বিসিএস ক্যাডার পরিবার।

রোববার (২ অক্টোবর) এ ঘটনার একটি প্রতিবাদলিপি প্রকাশ করেছে সংগঠনটি।

প্রতিবাদলিপিতে, ডা. সুব্রত সাহার উপর হামলাকারীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা প্রদান করতে প্রধানমন্ত্রীর নিকট আবেদন করেছেন ৩৯তম বিসিএস ক্যাডার পরিবার।

হামলাকারীদের দ্রুত বিচারের সঙ্গে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে প্রতিবাদলিপিতে।

উল্লেখ্য, ডা. সুব্রত সাহা কর্মস্থলে যাওয়ার পথে বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে স্থানীয় সন্ত্রাসী কর্তৃক অস্ত্রের আঘাতে আহত হন।

এ সময় স্থানীয় একটি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে ডা. সুব্রতকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। পরে শনিবার (২ অক্টোবর) ঢাকার আল-মানার হাসপাতালে ভর্তি হয়ে নিবিড় পর্যবেক্ষণে আছেন তিনি।

আরও পড়ুন