Advertisement
Doctor TV

রবিবার, ২০ এপ্রিল, ২০২৫


দেশের ৫২ শতাংশ প্রবীণ বাত-ব্যথায় ভুগছেন

Main Image

দেশের ৫২ শতাংশ প্রবীণ বাত-ব্যথায় ভুগছেন


দেশের ৫২ শতাংশ প্রবীণ বাত-ব্যথায় ভুগছেন। এদের অর্ধেকেরও বেশি আবার মাঝারি মাত্রায় শারীরিকভাবে অক্ষম।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) গবেষণায় দেশের গ্রামাঞ্চলের বয়স্ক জনগোষ্ঠীর শারীরিক সুস্থতার এমন চিত্র উঠে এসেছে।

বিশ্ব প্রবীণ দিবস (১ অক্টোবর) উপলক্ষে বৃহস্পতিবার এ সংক্রান্ত তিনটি গবেষণার ফলাফল প্রকাশ করা হয়।

পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিকস বিভাগের গবেষণাগুলো হলো— ‘বাংলাদেশে প্রবীণদের অপুষ্টির কারণ’, ‘গ্রামাঞ্চলের প্রবীণদের বাত ব্যথার ব্যাপকতা’ ও ‘নিরাময় অযোগ্য রোগীদের জন্য হোম বেসড প্যালিয়েটিভ কেয়ার: বাংলাদেশে সম্ভাবনা’।

প্রধান গবেষক ডা. মঈনুল হাসান সম্পাদিত বাংলাদেশের গ্রামাঞ্চলের প্রবীণদের বাত-ব্যথার ব্যাপকতা নিয়ে এ গবেষণায় বলা হয়, প্রবীণদের জন্য বাত-ব্যথা একটি অন্যতম স্বাস্থ্য সমস্যা। কিন্তু বাংলাদেশের প্রবীণদের বেলায় এর ব্যাপকতা বিষয় তথ্যের ঘাটতি রয়েছে।

তবে পুরুষদের (৪৩ দশমিক ৪ শতাংশ) তুলনায় নারীদের (৫৬ দশমিক ৬ শতাংশ) মধ্যে সমস্যাটি বেশি পাওয়া গেছে এ গবেষণায়।

গ্রামাঞ্চলে বসবাস করা ৩৮০ জন প্রবীণকে নিয়ে করা এ গবেণায় দেখা গেছে, প্রবীণদের সুস্বাস্থ্য নিশ্চিত করতে বাত-ব্যথার ব্যাপকতা নির্ণয়ের পাশাপাশি যথোপযুক্ত চিকিৎসার ব্যবস্থা করা অত্যন্ত জরুরি।

বাত-ব্যথায় ভোগা প্রবীণদের মধ্যে কোমর ব্যথা (৪৩ দশমিক ৪ শতাংশ) এবং হাঁটুতে ব্যথার (৩৭ দশমিক ৪ শতাংশ) সমস্যা বেশি দেখা গেছে। বাত-ব্যথায় ভোগা প্রবীণদের মধ্যে রিউমাটয়েড আর্থ্রাইটিস এবং ফ্রোজেন শোল্ডারে ভোগার হার হলো যথাক্রমে ৪ শতাংশ ও ৪ দশমিক ৫ শতাংশ।

আরও পড়ুন