Advertisement
Doctor TV

রবিবার, ২০ এপ্রিল, ২০২৫


সন্ত্রাসীদের হাতে জখম গোপালগঞ্জের ডা. সুব্রত

Main Image

ডা. সুব্রত সাহা


সিলেট ওসমানী মেডিকেল কলেজ ৪৬তম ব্যাচের শিক্ষার্থী ডা. সুব্রত সাহাকে কুপিয়ে গুরুতর আহত করেছে সন্ত্রাসীরা। বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে স্থানীয় সন্ত্রাসীরা তার ওপর হামলা চালায়।

স্থানীয় একটি হাসপাতালে তাঁকে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়। অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

সূত্রে জানা গেছে, স্থানীয় ডায়াগোনস্টিক সেন্টারের দালালদের সঙ্গে বেশ কিছু দিন ধরেই ডা. সুব্রত সাহার বিরোধ চলছি। এ কারণেই তাঁর ওপর হামলা চালানো হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

বিষয়টি নিশ্চিত করে গোপালগঞ্জের পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা পিপিএম (সেবা) বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে বলেন, ‘খবরটি পেয়েছি। বিস্তারিত জানার চেষ্টা চলছে।’

ডা. সুব্রতর বাড়ি গোপালগঞ্জ জেলায়। তিনি ৩৯তম বিসিএসে স্বাস্থ্য ক্যাডার হিসেবে সরকারি চাকরিতে যোগদান করেন। নিজ জেলার কাসিয়ানি উপজেলায় কর্মরত আছেন তিনি।

আরও পড়ুন