Advertisement
Doctor TV

মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫


৫ হাজার কক্ষের কোয়ারেন্টাইন সেন্টার চীনে

Main Image

চীন পাঁচ হাজার কক্ষের কোয়ারেন্টাইন সেন্টার নির্মাণ করছে


চীন পাঁচ হাজার কক্ষের কোয়ারেন্টাইন সেন্টার নির্মাণ করছে। এতে ২৬ কোটি ডলার ব্যয় হবে।

বিদেশ থেকে আগতদের রাখতে চীনের দক্ষিণাঞ্চলীয় গুয়ানঝো শহরে নির্মিত হচ্ছে এই সেন্টার বলে জানিয়েছে সিএনএন।

সিএনএন জানায়, সারিবদ্ধ দুই-তিন তলা ভবনে নির্মিত এসব কক্ষের ছাদ হবে ঐতিহ্যবাহী চীনা স্টাইলে। এই ভবনটির আয়তন প্রায় ৪৬টি ফুটবল মাঠের সমান। এটি নির্মাণে তিন মাসের কম সময় লেগেছে।

সিএনএন আরও জানায়, বিদেশ থেকে চীনে যাওয়া নাগরিকদের কোয়ারেন্টাইনের জন্য গুয়ানঝো শহরের বিভিন্ন হোটেলে রাখা হতো। এর বদলে কোয়ারেন্টাইন সেন্টার বানিয়ে করোনাভাইরাস ছড়ানো ঠেকাতে চায় পেইচিং।

এই সেন্টারের নাম দেওয়া হয়েছে, ‘গুয়ানঝো ইন্টারন্যাশনাল হেলথ স্টেশন’। এমন সেন্টার চীনে এটাই প্রথম।

উলেখ্য, বিমানবন্দর থেকে সরাসরি বাসে করে ভ্রমণকারীদের ওই সেন্টারে নেওয়া হবে। সেখানে একটি কক্ষে অন্তত দুই সপ্তাহ তাদের থাকতে হবে। প্রত্যেক কক্ষে একটি ভিডিও চ্যাট ক্যামেরা এবং কৃত্রিম বুদ্ধিমত্তা পরিচালিত থার্মোমিটার থাকবে। এ ছাড়া তিন বেলার খাবার সরবরাহ করবে রোবট। স্টাফদের সঙ্গে সরাসরি সাক্ষাৎ এড়ানোর যাবতীয় ব্যবস্থা এখানে রাখা হয়েছে।

আরও পড়ুন