Advertisement
Doctor TV

বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫


টিকাবিরোধী কনটেন্ট ব্লক করবে ইউটিউব

Main Image

ইউটিউবের লোগো


করোনার টিকা নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো সব কনটেন্ট ব্লক করার ঘোষণা দিয়েছে ইউটিউব। এমনকি এ ধরনের ভিডিও যারা আপলোড করেছেন, তাদের অ্যাকাউন্টও বন্ধ করবে প্রতিষ্ঠানটি। খবর রয়টার্সের।

বুধবার (২৯ সেপ্টেম্বর) এক ব্লগ পোস্টে ভিডিও শেয়ার করে ইউটিউব জানিয়েছে, অনুমোদিত করোনার টিকা সম্পর্কে ভুল তথ্য দেয়ার বিষয়ে নিষেধাজ্ঞার পরও অনেকে মিথ্যা তথ্য দিয়ে ভিডিও করছেন। এসব ভিডিও ব্লক করা হবে।

সাধারণত ফ্লু ভ্যাকসিন বন্ধ্যাত্বের কারণ এবং হাম, মাম্পস ও রুবেলার এমএমআর টিকা নিলে অটিজম হতে পারে— এ ধরনের কনটেন্ট ইউটিউবে অনুমোদিত নয়।

ইউটিউবের এক মুখপাত্র বলেছেন, ইউটিউব রবার্ট এফ কেনেডি জুনিয়র এবং জোসেফ মার্কোলাসহ বেশ কয়েকজন বিশিষ্ট ‘টিকাবিরোধী’ কর্মীদের সাথে যুক্ত চ্যানেলগুলো নিষিদ্ধ করেছে।

আরও পড়ুন