Advertisement
Doctor TV

বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫


হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ইনজামাম

Main Image

হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ইনজামাম উল হক


হৃদরোগে আক্রান্ত হয়ে লাহোরের একটি হাসপাতালে ভর্তি আছেন পাকিস্তান ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ইনজামাম উল হক।

পাকিস্তানের স্থানীয় সংবাদপত্র ‘দ্য ডনের’ এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, সোমবার হার্ট অ্যাটাক হওয়ার পর সন্ধ্যার দিকে ইনজামামের এনজিওপ্লাস্টি করা হয়। তার অবস্থা এখন স্থিতিশীল। সাবেক এ ক্রিকেটারের অবস্থা স্থিতিশীল হলেও তাকে আরও কয়েকদিন পর্যবেক্ষণে রাখবেন চিকিৎসকরা।

স্থানীয় সংবাদপত্রটি আরও জানায়, তিন দিন ধরে ইনজামাম বুকে ব্যাথা নিয়ে অস্বস্তিবোধ করছিলেন। এরপর চিকিৎসকের শরণাপন্ন হলে তার বিভিন্ন পরীক্ষায় দেখা যায়, সাবেক এ ক্রিকেটারের হার্টে ব্লক হয়েছে। জলদি তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

আরও পড়ুন