Ad
Advertisement
Doctor TV

মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫


এসএমএস না পাওয়াদের গণটিকা কার্যক্রমে অগ্রাধিকার

Main Image

এসএমএস না পাওয়াদের গণটিকা কার্যক্রমে অগ্রাধিকার


যারা নিবন্ধন করেছেন কিন্তু এখনও এসএমএস পাননি, তাদেরকে এই গণটিকা কার্যক্রমে অগ্রাধিকার দেওয়া হবে বলেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক।

রোববার (২৬ সেপ্টেম্বর) দুপুরে ভার্চুয়াল ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘নিবন্ধনকারীদের ও ছাত্রদের এ গণটিকা কার্যক্রমে অগ্রাধিকার দেওয়া হবে’

তিনি আরও বলেন, ‘নিবন্ধন কার্ড ছাড়াও এনআইডি সাথে আনলে টিকা দেওয়া হবে। এ মাসে প্রথম ডোজ দেয়া হবে। আগামী মাসে একইভাবে টিকার দ্বিতীয় ডোজ দেয়া হবে।’

সুরক্ষা অ্যাপে যে জটিলতা রয়েছে সে বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘এটি নিয়ন্ত্রন করে তথ্য ও যোগাযোগ মন্ত্রণালয়। তারা আমাদের সাথে সমন্বয় করেই কাজ করেন। টিকার সার্টিফিকেট পাওয়ার ব্যাপারে জোড় দেওয়া হবে।’

আরও পড়ুন