Advertisement
Doctor TV

রবিবার, ২০ এপ্রিল, ২০২৫


কোন শিক্ষাপ্রতিষ্ঠানে সংক্রমণের সত্যতা পাওয়া যায়নি: শিক্ষামন্ত্রী

Main Image

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি


শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পর থেকে এখন পর্যন্ত কোন শিক্ষাপ্রতিষ্ঠানে করোনা সংক্রমণের সত্যতা বা খারাপ পরিস্থিতি হয়নি। খারাপ পরিস্থিতি দেখলে সেসব শিক্ষাপ্রতিষ্ঠান প্রয়োজনে বন্ধ করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

শনিবার (২৫ সেপ্টেম্বর) বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে ভারতীয় হাই কমিশন, বাংলাদেশের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও বাংলাদেশ শিল্পকলা একাডেমি আয়োজিত ‘বঙ্গবন্ধু-বাপু ডিজিটাল’ প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, কোন শিক্ষাপ্রতিষ্ঠানে করোনা সংক্রমণের খারাপ পরিস্থিতি দেখলে সেসব শিক্ষাপ্রতিষ্ঠান প্রয়োজনে বন্ধ করা হবে। তবে সেরকম কোন অবস্থা তৈরি হয়নি। সবকিছু পর্যবেক্ষণে রাখা হচ্ছে।

তিনি আরও জানান, প্রাক-প্রাথমিক বন্ধ থাকবে। তবে তিন সপ্তাহে করোনা পরিস্থিতি পর্যবেক্ষণের পর এ বিষয়ে জানানো হবে।

আগের ঘোষণা অনুযায়ী, এসএসসি নভেম্বরের মাঝামাঝি এবং এইচএসসি পরীক্ষা ডিসেম্বরে অনুষ্ঠিত হবে বলেও জানান ডা. দীপু মনি।

আরও পড়ুন