Advertisement
Doctor TV

রবিবার, ২০ এপ্রিল, ২০২৫


আত্মসমর্পণের পর কারাগারে ড্রাইভার মালেকের স্ত্রী নার্গিস

Main Image

আত্মসমর্পণের পর কারাগারে ড্রাইভার মালেকের স্ত্রী নার্গিস


অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশন-দুদকের করা মামলায় স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক গাড়িচালক মালেক ওরফে বাদলের স্ত্রী নার্গিস বেগমকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

আদালতের দুদক শাখার সাধারণ নিবন্ধন কর্মকর্তা আমিনুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার ঢাকার সিনিয়র স্পেশাল জজ কে এম ইমরুল কায়েশের আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন নার্গিস। এরপর বিচারক তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে সোমবার অস্ত্র আইনের মামলায় স্বাস্থ্য অধিদপ্তরের গাড়িচালক আবদুল মালেক ওরফে বাদলকে ১৫ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

আরও পড়ুন