Ad
Advertisement
Doctor TV

শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬


করোনা টিকার জন্য ১১ কোটি সিরিঞ্জ ক্রয় মন্ত্রিসভায় অনুমোদন

Main Image

বুধবার অর্থনীতি বিষয়ক মন্ত্রিসভা কমিটির ২৬তম ভার্চ্যুয়াল বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়।


করোনা টিকার জন্য জেএমআই সিরিঞ্জ এবং মেডিকেল ডিভাইস লিমিটেড থেকে প্রায় ১১ কোটি অটো ডিজেবল (এডি) সিরিঞ্জ এবং প্রয়োজনে ভবিষ্যতে আরও বেশি পরিমাণে ক্রয়ের একটি প্রস্তাব নীতিগতভাবে অনুমোদন দিয়েছে সরকার।

অর্থমন্ত্রী আহম মুস্তফা কামালের সভাপতিত্বে বুধবার অর্থনীতি বিষয়ক মন্ত্রিসভা কমিটির ২৬তম ভার্চ্যুয়াল বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়।

বৈঠক শেষে অর্থমন্ত্রী সাংবাদিকদের জানান, স্বাস্থ্য সেবা বিভাগের অধীন ওষুধ প্রশাসনের মহাপরিচালক এই সিরিঞ্জগুলো ক্রয় করবে।

তিনি জানান, জেএমআই একটি সুপরিচিত কোম্পানি এবং এই প্রস্তাবের অধীন শুধু তাদের কাছ থেকেই সিরিঞ্জ ক্রয় করা হবে।

আরও পড়ুন