Advertisement
Doctor TV

মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫


ইতালিতে টিকা না নেয়ায় ৭২৮ চিকিৎসক বরখাস্ত

Main Image

ইতালিতে টিকা না নেয়ায় ৭২৮ চিকিৎসক বরখাস্ত


করোনার টিকা না নেয়ায় ইতালিতে ৭২৮ চিকিৎসককে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে জানিয়েছে দেশটির ন্যাশনাল ফেডারেশন অফ অর্ডার অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস (এফএনওএমসিইও)।

সংগঠনের প্রেসিডেন্ট ফ্লিপো আনেলি বলেন, ‘ইতালীয় চিকিৎসক সমিতির রেজিস্ট্রার রেকর্ডে মোট ৯৩৬ চিকিৎসককে বরখাস্তের তথ্য রয়েছে। তবে আমাদের ধারণা এখনো ১৫০০ চিকিৎসক টিকা নেননি, যা সব চিকিৎসকের ০.৩ শতাংশ।’

স্বাস্থ্যমন্ত্রী রবার্তো স্পেরানজা বলেন, ‘এখন পর্যন্ত ইতালির ৪০ মিলিয়ন মানুষ টিকার আওতায় এসেছে, যা মোট জনসংখ্যার প্রায় ৭৫ শতাংশ। সেপ্টেম্বরের শেষে এ সংখ্যা ৮০ শতাংশে দাঁড়াবে। ১৫ অক্টোবরের মধ্যে টিকা না নিলে জরিমানা করা হবে।’

আরও পড়ুন