Advertisement
Doctor TV

রবিবার, ২০ এপ্রিল, ২০২৫


ডা. নিবেদিতা রুচী কৌশিকি আর নেই

Main Image

ডা. নিবেদিতা রুচী কৌশিকি


ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের স্বাস্থ্য বিভাগের আওতাধীন নাজিরা বাজার মাতৃসদনের চিকিৎসক ডা. নিবেদিতা রুচী কৌশিকি আর নেই।

শুক্রবার ভোরে রাজধানীর বিআরবি হাসপাতালে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৩৯ বছর।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের জনসংযোগ কর্মকর্তা মো. আবু নাছের ডক্টর টিভিকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, ডা. কৌশিকি গত দু’মাস আগে কোভিড-১৯ এ আক্রান্ত হন। কোভিড-১৯ থেকে সুস্থ হয়ে তিনি আবারও কর্মে যোগদান করেন। কয়েকদিন আগে তিনি ‘পোস্ট কোভিড লক্ষণ’ নিয়ে প্রথমে মনোয়ারা হাসপাতালে ভর্তি হন। সেখানে রক্ত শূন্যতাসহ নানাবিধ শারীরিক জটিলতা দেখা দিলে পরবর্তীতে তাকে বিআরবি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় আজ তিনি মারা যান।

টাঙ্গাইল জেলার দেলদুয়ার উপজেলার দেউলী গ্রামে তার অন্তেষ্টিক্রিয়াসহ পরবর্তী কার্যক্রম সম্পাদন করা হবে।

তিনি ২০১৪ সালে দক্ষিণ সিটির আওতাধীন মহানগর শিশু হাসপাতালে মেডিকেল অফিসার হিসেবে যোগদান করেন। ২০১৭ সালে তাকে নাজিরাবাজার মাতৃসদনে একই পদে সংযুক্ত করা হয়।

রুচী কৌশিকি একজন নিবেদিতপ্রাণ চিকিৎসক ছিলেন: মেয়র তাপস

ডা. কৌশিকি’র মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

শনিবার এক শোকবার্তায় মেয়র বলেন, ‘ডা. নিবেদিতা রুচী কৌশিকি একজন নিবেদিতপ্রাণ চিকিৎসক ছিলেন। তিনি নাজিরা বাজার মাতৃসদনে শিশুদের প্রাথমিক চিকিৎসা সেবা এবং নারী ও প্রসূতি চিকিৎসা সেবা প্রদান কার্যক্রমে সম্পৃক্ত ছিলেন।’

ব্যারিস্টার শেখ তাপস শোকবার্তায় বলেন, ‘দায়িত্ব-কর্তব্যে সদা যত্নবান চিকিৎসক কৌশিকি অমায়িক মানুষ ছিলেন। তার ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে সম্পাদনে তিনি সবসময় সচেষ্ট ছিলেন এবং ঢাকাবাসীর চিকিৎসাসেবা বিশেষত শূন্য থেকে ৫ বছর বয়সী শিশুদের প্রাথমিক চিকিৎসা সেবা এবং স্ত্রীরোগ ও প্রসূতি চিকিৎসা সেবা প্রদানে তিনি অত্যন্ত দায়িত্বশীলতার পরিচয় দেন। তার মৃত্যুতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন পরিবার শোকাহত।’

মেয়র প্রয়াত চিকিৎসক কৌশিকির বিদেহ আত্মার শান্তি কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

ডা. নিবেদিতা রুচী কৌশিকির মৃত্যুতে ডক্টর টিভি পরিবার শোকাহত।

আরও পড়ুন