Advertisement
Doctor TV

রবিবার, ২৭ জুলাই, ২০২৫


ডেঙ্গু বা কোভিডের জন্যই নয়, স্বাস্থ্য সচেতনতা সবসময়ের জন্য: শিক্ষামন্ত্রী

Main Image

ডেঙ্গু বা কোভিডের জন্যই নয়, স্বাস্থ্য সচেতনতা সবসময়ের জন্য


স্বাস্থ্য সচেতনতা শুধু ডেঙ্গু বা কোভিডের জন্যই নয়, একটি সুস্থ, সুন্দর জীবনের জন্যও এটি সবসময় দরকার বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

শুক্রবার বিকেলে চাঁদপুর সার্কিট হাউজে কয়েকটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, ‘আমাদেরকে শিক্ষাপ্রতিষ্ঠান ও বাড়িতে সর্বত্র পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।’

তিনি আরও বলেন, ‘স্বাস্থ্যবিধি মানতে সবাইকে চেষ্টা চালিয়ে যেতে হবে। আমরাও শিক্ষা প্রশাসন থেকে স্থানীয় প্রশাসন পর্যন্ত সবাই সেই চেষ্টা চালিয়ে যাচ্ছি।’

দীপু মনি বলেন, ‘বিভিন্ন প্রচারের কারণেও আমাদের কাজের বড় সহায়তা হচ্ছে ও স্বাস্থ্য সচেতনতা বাড়ছে। সবার চেষ্টাতেই আমাদের এটি মানতে হবে।’

আরও পড়ুন