Ad
Advertisement
Doctor TV

মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫


ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি কমেছে

Main Image

ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি কমেছে


দেশে গত একদিনে আরও ১৬৩ ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। ভর্তি রোগীদের অধিকাংশই ঢাকার বাসিন্দা।

আগের দিন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ছিল ২৩৪ জন। ডেঙ্গুতে এ বছর এখন পর্যন্ত মারা গেছেন ৫৭ জন।

শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে ভর্তি হয়েছেন ১৬৩ জন। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১৪০ জন আর ঢাকার বাইরে ২৩ জন রয়েছেন।

ঢাকার ৪১টি হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি আছেন মোট ৯৮৮ জন। অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে রয়েছেন ২০৩ জন। মোট ভর্তি থাকা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১৯১ জনে।

প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরে এখন পর্যন্ত হাসপাতালে মোট রোগী ভর্তি হয়েছেন ১৫ হাজার ২২৮ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ১৩ হাজার ৯৮০ জন।

আরও পড়ুন