Advertisement
Doctor TV

বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫


ট্রেনেই প্রসব বেদনা, নারী চিকিৎসকের সহায়তায় সন্তানের জন্ম

Main Image

মাইকে ঘোষণা শুনে একজন নারী চিকিৎসক নির্ধারিত কামরায় গিয়ে বাচ্চা প্রসবের কাজটি সম্পন্ন করেন


রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সন্তান প্রসবের জন্য খুলনা থেকে ছেড়ে আসা সাগরদাড়ি ট্রেনেই সন্তান প্রসব করেছেন এক মা। এই কাজে সহায়তা করা চিকিৎসকের প্রতি কৃতজ্ঞতার শেষে নেই রোগীর স্বজনদের।

বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে নাটোরের আব্দুলপুর স্টেশনের কাছে ওই প্রসূতি সন্তান প্রসব করেন। ওই প্রসূতির নাম সাবিনা ইয়াসমিন।

সংশ্লিষ্ট সূত্র হতে জানা যায়, কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ওই প্রসূতি রাত আটটার দিকে ভেড়ামারা স্টেশনে সাগরদাঁড়ি ট্রেনের ছ বগিতে ওঠেন।

এর পরপরই তার প্রসব বেদনা শুরু হলে তাৎক্ষণিক বিষয়টি ট্রেনের কন্ডাক্টিং গার্ড রুবায়েত হাসান জানতে পারেন। তিনি বিষয়টি গার্ড ইনচার্জ আজিমুল হোসেনকে জানালে ট্রেনের মাইকে সন্তান প্রসবের ব্যাপারে একজন চিকিৎসকের সাহায্য কামনা করা হয়।

মাইকে ঘোষণা শুনে ডা. ফারজানা তাসনীম নামের একজন নারী চিকিৎসক নির্ধারিত কামরায় গিয়ে বাচ্চা প্রসবের কাজটি সম্পন্ন করেন।

ঘটনার বিষয়ে ডা. ফারজানা তাসনীম বলেন, ‘ওখানে যাওয়ার পর ২/১ জন নারীর সহযোগিতা পেয়েছি আমি, যারা আগে থেকেই উপস্থিত ছিলেন। আমি চিকিৎসক পরিচয় দেওয়ার পর গ্লাভস, ব্লেড ও হ্যান্ড স্যানিটাইজার দিয়ে তারা আমাকে বলেন, ম্যাডাম বিষয়টি আপনি দেখলে ভালো হয়। পরে আমি প্রয়োজনীয় কাজ সম্পন্ন করি।’

এরই মধ্যে ট্রেন রাজশাহী পৌঁছে যায়। ওই সময় পর্যন্ত মা ও নবজাতক ভালো ছিল। পরে আমি স্বজনদের তাদেরকে দ্রুত হাসপাতালে নিয়ে যেতে বলি।

তিনি আরও বলেন, ‘একজন চিকিৎসকের জন্য এটি অভাবনীয় সুন্দর অভিজ্ঞতা। এমন সহযোগিতায় যুক্ত হতে পেরে আমি সত্যিই সুখী। রেলওয়ে কর্তৃপক্ষের আহ্বানে সাড়া দিয়ে চেষ্টা করেছি। নিঃসন্দেহে এটা আমার দায়িত্বের মধ্যেও পড়ে। মা ও নবজাতক ভালো থাকলেই আমি খুশি।’

সন্তান প্রসবের পর রাত সাড়ে দশটার দিকে সন্তানসহ তিনি রাজশাহী স্টেশনে এসে পৌঁছান। পরে তাকে রেলওয়ে হাসপাতালে অ্যাম্বুলেন্সে করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

শেষ খবর পাওয়া পর্যন্ত ওই প্রসূতি তার সন্তান সুস্থ রয়েছেন।

আরও পড়ুন