Advertisement
Doctor TV

মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫


রংপুর মেডিকেলের অধ্যাপক ডা. আহসান হাবীবকে চুক্তিভিত্তিক নিয়োগ

Main Image

রংপুর মেডিকেলের অধ্যাপক ডা. আহসান হাবীবকে চুক্তিভিত্তিক নিয়োগ


রংপুর মেডিকেল কলেজের প্যাথলজি বিভাগের অধ্যাপক ডা. মো. আহসান হাবীবকে দুই বছরের চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার।

সোমবার (৬ সেপ্টেম্বর) এ আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, সরকারি চাকরি আইন, ২০১৮ এর ধারা-৪৯ অনুযায়ী অধ্যাপক ডা. মো. আহসান হাবীব (কোড নম্বর ৩৮৭১৯) কে তার অবসরোত্তর ছুটি ও সংশ্লিষ্ট সুবিধাদি স্থগিতের শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী দুই বছর মেয়াদে রংপুর মেডিকেল কলেজ এর প্যাথলজি বিভাগের অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করবেন।

রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব মো. অলিউর রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে আরও বলা হয়, এ নিয়োগের শর্তাবলী অনুমোদিত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে। জনস্বার্থে এ আদেশ জারি করা হলো বলে উল্লেখ করা হয়।

আরও পড়ুন