Advertisement
Doctor TV

বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫


সিনোফার্মের আরও ৫৪ লাখ টিকা আসছে শনিবার

Main Image

উপহার, কেনা ও কোভ্যাক্সের মাধ্যমে চীনের কাছ থেকে এ পর্যন্ত ১ কোটি ৯১ লাখ ৬৫ হাজার ২৫০ ডোজ টিকা পেয়েছে বাংলাদেশ।


চীনের সিনোফার্মের তৈরি করোনাভাইরাসের (কোভিড-১৯) আরও ৫৪ লাখ টিকা শনিবার ভোরে ঢাকা পৌঁছাবে।

শুক্রবার রাত ৮টার দিকে ঢাকায় নিযুক্ত চীনের উপরাষ্ট্রদূত হুয়ালং ইয়ান তার ফেসবুক পেজে এ তথ্য জানিয়েছেন।

বাংলাদেশকে ‘কৌশলগত অংশীদার’ আখ্যায়িত করে তিনি বলেন, ‘যখন, যা আমাদের বাংলাদেশি বন্ধুর প্রয়োজন হবে, চীন সবসময় তার নির্ভরযোগ্য সরবরাহকারী হয়ে থাকবে।’

এর আগে সকালে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, ‘প্রতি সপ্তাহে আমরা ৫০ লাখ ডোজ টিকা পাওয়ার সিডিউল পেয়েছি। আজ শুক্রবার ৫০ লাখ ডোজ টিকা ঢাকায় আসবে। এভাবে চলতি মাসের চার সপ্তাহে চারটি টিকার চালান আসার কথা রয়েছে।’

উপহার, কেনা ও কোভ্যাক্সের মাধ্যমে চীনের কাছ থেকে এ পর্যন্ত ১ কোটি ৯১ লাখ ৬৫ হাজার ২৫০ ডোজ টিকা পেয়েছে বাংলাদেশ।

আরও পড়ুন