Advertisement
Doctor TV

রবিবার, ২০ এপ্রিল, ২০২৫


সহকারী সার্জন হওয়া হলো না বিসিএসে সুপারিশপ্রাপ্ত হালিমার

Main Image

সহকারী সার্জন হওয়া হলো না বিসিএসে সুপারিশপ্রাপ্ত হালিমার


৪২তম বিসিএসে (বিশেষ) সুপারিশপ্রাপ্ত হয়েও সহকারী সার্জন পদে যোগ দিতে পারলেন না ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের গাইনী বিভাগের রেসিডেন্ট ডা. হালিমা আকন্দ। করোনায় নিভিয়ে দিয়েছে তার জীবন প্রদীপ।

গত ২০ জুলাই (মঙ্গলবার) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ডা. হালিমা আকন্দ ইবনে সিনা মেডিকেল কলেজের ৭ম ব্যাচের শিক্ষার্থী ছিলেন৷ ২০১৬ সালে তিনি এমবিবিএস পাশ করেন৷ এরপর ২০২১ সালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের গাইনী বিভাগে রেসিডেন্ট হিসেবে যোগ দেন৷

জানা গেছে, ৪২তম বিসিএস (বিশেষ) লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে মৌখিক পরীক্ষাও অংশ নিয়েছিলেন ডা. হালিমা আকন্দ। তবে করোনা আক্রান্ত হয়ে লাইফ সাপোর্টে ছিলেন। এর আগে অন্তঃসত্ত্বা ডা. হালিমা আকন্দের গর্ভজাত শিশু প্রিমেচিউরিটির জন্য NICU তে মারা যায়।

প্রসঙ্গত, করোনা মোকাবিলায় চার হাজার সহকারী সার্জন নিয়োগের সুপারিশের ৪২তম বিসিএস (বিশেষ) এর চূড়ান্ত ফল প্রকাশ করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) বিকেল পৌঁনে ৬টায় পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি) এই ফল প্রকাশ করে। সুপারিশপ্রাপ্তদের মধ্যে ডা. হালিমা আকন্দও ছিলেন।

আরও পড়ুন