Advertisement
Doctor TV

সোমবার, ২১ এপ্রিল, ২০২৫


করোনার তৃতীয় ঢেউয়ের কবলে মুম্বাই

Main Image

মহারাষ্ট্রে নতুন করে ৩ হাজার ৮০০ জন রোগী শনাক্ত হয়েছে। মারা গেছে অন্তত ৮৬ জন


করোনার তৃতীয় ঢেউ শুরু হয়েছে ঘনবসতি শহর মুম্বাইয়ে। আগস্টের তুলনায় সেখানে চলতি মাসে হঠাৎ করে সংক্রমণ বেড়ে গেছে। এ অবস্থায় সবাইকে স্বাস্থ্যবিধি মানার পাশাপাশি ঘরে থাকার পরামর্শ দিয়েছেন মুম্বাইয়ের মেয়র কিশোরী পেদনকার। খবর এনডিটিভি।

মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) মহারাষ্ট্রে নতুন করে ৩ হাজার ৮০০ জন রোগী শনাক্ত হয়েছে। মারা গেছে অন্তত ৮৬ জন। রাজ্যের রাজধানী মুম্বাই ও নাগপুরে সংক্রমণ চিত্র ঊর্ধ্বমুখী। চিকিৎসকরা এটিকে তৃতীয় ঢেউ বলে সতর্ক করেছেন। অবশ্য মুম্বাইয়ের মেয়রের ভাষ্যে, করোনার তৃতীয় ঢেউ ইতিমধ্যে মুম্বাইয়ে শুরু হয়েছে।

সবাইকে মাস্ক ও সামাজিক দূরত্ব মেনে চলার আহ্বান জানিয়েছে স্থানীয় প্রশাসন। আগামী ১০ সেপ্টেম্বর গণেশ চতুর্থী। মহারাষ্ট্রের সবচেয়ে বড় উৎসবের ঠিক আগেই তৃতীয় ঢেউ শুরু হওয়ার উৎকণ্ঠায় স্থানীয়রা। এমন পরিস্থিতিতে আগামী এক মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে মনে করছে রাজ্য সরকার।

ভারতে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ৪ লাখ ৪১ হাজার ৪৪৩ জন। মোট আক্রান্ত হয়েছে ৩ কোটি ৩০ লাখ ৯৬ হাজারের বেশি মানুষ।

আরও পড়ুন