Advertisement
Doctor TV

রবিবার, ২০ এপ্রিল, ২০২৫


দেশে এসেছে ২৬টি অতি নিম্ন তাপমাত্রার ফ্রিজার

Main Image

বুধবার নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে জানিয়েছে ইউনিসেফ বাংলাদেশ।


করোনাভাইরাসের (কোভিড-১৯) টিকা সরবরাহের বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্সের মাধ্যমে বাংলাদেশকে ২৬টি অতি নিম্ন তাপমাত্রার ফ্রিজার দিয়েছে ইউনিসেফ।

এসব ফ্রিজার দেশে পৌঁছেছে বলে বুধবার নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে জানিয়েছে ইউনিসেফ বাংলাদেশ।

পোস্টে বলা হয়, ‘সুখবর! দেশে এসেছে ২৬টি অতি নিম্ন তাপমাত্রার ফ্রিজার! ইউনিসেফ পৌঁছে দিলো কোভ্যাক্স ফ্যাসিলিটির মাধ্যমে দেয়া এই ফ্রিজারগুলো যা প্রায় ৯০ লাখ করোনাভাইরাস টিকা সংরক্ষণ করতে পারবে।’

এতে বলা হয়, ‘করোনাভাইরাস মোকাবেলার এই গুরুত্বপূর্ণ পর্যায়ে, দেশের প্রতিটি প্রান্তে সামনের সারির কর্মী ও উচ্চ ঝুঁকিতে থাকা মানুষের কাছে টিকা পৌঁছে দিতে এই অবদান খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।’

আরও পড়ুন