Advertisement
Doctor TV

রবিবার, ২০ এপ্রিল, ২০২৫


সিনোফার্মের আরও সাড়ে ৫৫ লাখ টিকা ঢাকায়

Main Image

শিগগিরই জেলা ও উপজেলা পর্যায়ে টিকাগুলো বিতরণ করা হবে।


চীন থেকে সিনোফার্মের তৈরি করোনাভাইরাসের (কোভিড-১৯) আরও ৫৫ লাখ ডোজ টিকা দেশে পৌঁছেছে।

মঙ্গলবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে টিকা বহনকারী বিমানটি অবতরণ করে।

এ সময় স্বাস্থ্য অধিদপ্তরের টিকা বিতরণ কমিটির সদস্য সচিব ডা. শামসুল হক উপস্থিত ছিলেন।

তিনি বলেন, মোট ৫৫ লাখ ৫৩ হাজার ৬৫০ ডোজ টিকা গ্রহণ করে ফ্রিজার ভ্যানে তা বেক্সিমকোর ওয়্যারহাউজে পৌঁছে দেওয়া হয়েছে। টিকা নিরাপদ রাখতে সেখানে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।

শামসুল হক আরও বলেন, বেক্সিমকোর তত্ত্বাবধানে শিগগিরই জেলা ও উপজেলা পর্যায়ে টিকাগুলো বিতরণ করা হবে।

সিনোফার্মের তিন কোটি ডোজ টিকা কিনতে চুক্তি করেছে সরকার। এছাড়া কোভ্যাক্স কর্মসূচি ও চীন থেকে উপহার হিসেবেও সিনোফার্মের টিকা পাচ্ছে বাংলাদেশ।

গত ৭ ফেব্রুয়ারি অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা দিয়ে সারাদেশে গণটিকাদান কর্মসূচি শুরু করে সরকার। তবে ভারত সরকারের সিদ্ধান্তে সেরাম টিকা রপ্তানি বন্ধ করে দিলে তা মাঝপথে বন্ধ হয়ে যায়।

দেশে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা এবং সিনোফার্ম ছাড়াও যুক্তরাষ্ট্রের ফাইজার-বায়োএনটেক এবং মডার্নার টিকা দেওয়া হচ্ছে।

আরও পড়ুন