Advertisement
Doctor TV

মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫


আরও ২৫২ ডেঙ্গু রোগী হাসপাতালে

Main Image

আরও ২৫২ ডেঙ্গু রোগী হাসপাতালে


দেশে গত ২৪ ঘণ্টায় আরও ২৫২ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের অধিকাংশই ঢাকার বাসিন্দা।

ভর্তি রোগীদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ২০২ জন এবং ঢাকার বাইরে ৫০ জন রয়েছেন।

রোববার বিকেলে ডেঙ্গু বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে ২৫২ জন ভর্তি হয়েছেন। ঢাকার ৪১টি হাসপাতালে ভর্তি আছেন ৯৮০ জন এবং অন্যান্য বিভাগে আরও ১৪৩ জন ভর্তি আছেন।

এ নিয়ে বর্তমানে হাসপাতালে মোট চিকিৎসাধীন রোগীর সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ১২৩ জনে।

চলতি বছরে ১ জানুয়ারি থেকে আজ ২৯ আগস্ট পর্যন্ত ডেঙ্গুতে হাসপাতালে মোট রোগী ভর্তি হয়েছেন ৯ হাজার ৮৫৭ জন। এ সময়ে ৪২ জনের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন