Advertisement
Doctor TV

রবিবার, ২০ এপ্রিল, ২০২৫


তৃণমূলে সেবার নিশ্চয়তায় কাজ করছে কমিউনিটি ক্লিনিক

Main Image

তৃণুমূলে সেবার নিশ্চয়তায় কাজ করছে কমিউনিটি ক্লিনিক


তৃণমূল পর্যায়ে কমিউনিটি ক্লিনিক মানুষের সেবার নিশ্চয়তায় অভিভূত হওয়ার মত কাজ করছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক।

রোববার (২৯ আগস্ট) রংপুরের কাউনিয়া উপজেলার চন্ডিপুর কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম এ মন্তব্য করেন।

পরিদর্শন বইতে সাক্ষর করে মহাপরিচালক বলেন, ‘তৃণমূল পর্যায়ে মানুষের জন্য সেবার নিশ্চয়তা নিয়ে কাজ করছে কমিউনিটি ক্লিনিক যা সত্যিই অভিভূত হওয়ার মত।’

এ সময় তিনি ক্লিনিকে সেবাগ্রহীতাদের তালিকা পরীক্ষা করে, কর্মীদের কাজের জন্য উৎসাহ প্রদান করেন। কমিউনিটি ক্লিনিককে আরও জনবান্ধব করার জন্য পরামর্শ প্রদান করেন স্বাস্থ্য ডিজি।

কমিউনিটি ক্লিনিক প্রতিষ্ঠার জন্য জমিদাতাকে তিনি ধন্যবাদ জ্ঞাপন করে বলেন, মানুষের সুস্বাস্থ্যের জন্য সরকার ও জনগণকে একত্রে কাজ করা গুরুত্বপূর্ণ।

আরও পড়ুন